আমি আজ বড় একা

জাকারিয়া ইছলাম

আমার হৃদয় নিঙড়ে জল,
আমার অবাধ্য শতদল।
আমার দুচোখ খরস্রোতা
আমায় খুঁজবি কোথায় বল!

আমার রাস্তা ফুরোয় রোজ
আমার জানবেনা কেউ খোঁজ
আমি আমার বড় বোঝা!
আমি নেইদের অগ্রজ।

যার সূযর্ আঁধার ছড়ায়,
তার চন্দ্রও বিলাসিতা
ভাবি পৃথিবীর আবতর্ন-
সেই কবেকার রূপকথা

আমার হৃদপেশী রণক্লান্ত!
আমার থেমেছে ঘড়ির কাটা
জানে ছোট্ট সস্তা ব্লেড
আর কব্জির কাছটা..

আমি লোকান্তরে যাই-
যত মায়ার ঘাস মাড়াই
আমায় খোঁজা বড্ড বৃথা!
আমায় খুজিসনা অযথাই!

Leave a comment